Type to search

Lead Story রাজনীতি

বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, পুলিশ-প্রশাসন বললেন মির্জা ফখরুল

বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ-প্রশাসন বলে অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ সৈয়দপুরের নেতা শওকত চৌধুরীর যোগদান অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, নিরপেক্ষ কোনো সংগঠন নয় এই নির্বাচন কমিশন।  এখন সরকারের প্রতিষ্ঠানটি, আওয়ামী লীগের একটা লেজুড়ভিত্তিক সংগঠনে দাঁড়িয়ে গেছে। মূলত  নির্বাচন কমিশন তাদের একটা অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশন নূরুল হুদার নির্বাচন কমিশন পরিচালনার কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বারবার বলেছি আমরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আমরা দাবি করেছি যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে পদত্যাগ করা প্রয়োজন, সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা দরকার এ জন্য যে তারা সংবিধানকে লঙ্ঘন করে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এবং ভোট ডাকাতি করে একটা বেআইনি সরকার তারা হয়ে আছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম জানান, ‘এ নির্বাচনে যা হয়েছে, তা পত্রপত্রিকায় দেখেছেন আপনারা। একেবারে রক্তাক্ত, মানুষ মারা গেছে ২ জন এবং আহত হয়েছে ১৫ জন। বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, শারীরিকভাবে নির্যাতন করে তাদের বের করে দেওয়া হয়েছে।’

Translate »