Type to search

Lead Story রাজনীতি

বাংলাদেশে সম্পূর্ণভাবেই কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণতি হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

আজকে স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত। যে লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিসাৎ হয়েছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সুযোগ নেই সংগঠন করার। বাংলাদেশে সম্পূর্ণভাবেই পরিণত হয়েছে একটি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে। কারাবরণ করেছে বেগম খালেদা জিয়া।

এ সময় তার সাথে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »