Type to search

Lead Story আন্তর্জাতিক কমিউনিটি

বাংলাদেশসহ আট দেশ থেকে কর্মী নেবে সৌদি

সৌদি আরব শিগগিরই গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। দেশটি বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ দিবে। সৌদি আরবের একজন কর্মকর্তার বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদির  মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ দেশটির আল ইকতিসাদিয়াহকে জানিয়েছে, নতুন আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আরও আটটি দেশের সঙ্গে এই ৮টি দেশ থেকেও গৃহকর্মী নেওয়া হবে। এ সুযোগ পাবে মোট ১৬টি দেশ।

প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদির গৃহকর্মী নিয়োগের অনুমতি পাওয়া দেশগুলো হলো বাংলাদেশ, ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, উগান্ডা, ইরিত্রিয়া, মৌরিতানিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া।

এবিসিবি/এমআই

Translate »