বর্তমান সরকার পাকিস্তানের প্রেতাত্মা
বর্তমান সরকার ‘পাকিস্তানের প্রেতাত্মা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আজকের এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেন নাই।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এখন এটা ১৯৭১ সালের পাকিস্তান বাহিনীর এবং পাকিস্তানি শাসকদের প্রেত্মাতার বাংলাদেশ। ওইসময় পাকিস্তানিরা যেভাবে শাসন করেছে, শোষণ করেছে, মানুষের রক্ত চুষে নিয়েছে; আজকে আওয়ামী লীগ সরকার, যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তারা একইভাবে বাংলাদেশের মানুষকে শোষণ এবং ভয়ঙ্করভাবে নির্যাতন করছে।
মির্জা ফখরুল বলেন, এই বাংলাদেশ এ দেশের জনগণ চায়নি। যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সেই পূর্বপুরুষরা- একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে সমস্ত মানুষ সাম্যের মধ্যে বাস করবে, ন্যায় বিচারের মধ্যে বাস করবে, মানবিক মর্যাদা নিয়ে বাস করবে, কল্যাণের মধ্যে বাস করবে। সেই বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার ৫২ বছর পর আজ এখানে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের বলতে হচ্ছে, সেই বাংলাদেশ পাইনি।
তিনি বলেন, যে দলটি দাবি করে, তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তারা ক্ষমতায় আসার পর তাদের আসল চেহারা বেরিয়ে আসে। সেই ১৯৭২ সালের আওয়ামী লীগ এখনকার মতো একইভাবে লুটপাট করেছে, একইভাবে তারা জনগণের সম্পদকে লুট করেছে, একইভাবে তারা দুর্নীতি করেছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখন সকলের দায়িত্ব স্বাধীনতাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, অধিকারকে রক্ষা করা। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার ভোট দেওয়ার অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে। সেই অধিকার রক্ষা করার জন্য আরেকটা মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যেতে হবে। আজ দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হটাতে হবে।
দেশে আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নওগাঁয় র্যাব এক নারীকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে গিয়েছিল। এখন তা আবার ঘটতে শুরু করেছে।-সমকাল
এবিসিবি/এমআই