বর্তমান সরকারের আমলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নতুনে নির্বাচন কমিশন করার পরিকল্পনা করছে তারা। যাদের নিয়ে পরিকল্পনা করছে তাতে বলা যায় যে, নতুন বোতলে পুরাতন জিনিস। এ সরকারের আমলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে পাক সেনাদের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন। তাই খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম হত্যার মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইলে প্রথম সমাবেশ হচ্ছে।
জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতালন সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, ফকির মাহবুব আনাম স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবালসহ আরো অনেকে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু সমাবেশ পরিচালনা করেন।
এবিসিবি/এমআই