Type to search

Lead Story রাজনীতি

বক্তব্য নয়, এখন কাজ করতে হবে: তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন বক্তব্য ও কথা নয়, এখন কাজ করতে হবে। বিশাল কাজ আমাদের আছে। সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ছিলেন তারেক রহমান। তারেক রহমান নিজে সদস্যপদ নবায়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশীদুজ্জামান মিল্লাতসহ মঞ্চে উপস্থিত নেতারাও দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন ফরম পূরণ করেন এবং ফি পরিশোধ করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যে উৎসাহ, উদ্যোগ এবং দেশপ্রেম নিয়ে শত গুম এবং খুন, অত্যাচার ও নির্যাতনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দমে যাইনি। আমরা আমাদের দলের লক্ষ নেতাকর্মীকে নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন, দলকে পুনর্গঠিত করার জন্য আজ থেকে কাজ শুরু করি।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাআল্লাহ্ জনগণের সমর্থন পাবো। জনগণের সমর্থন পাওয়ার পরে দেশকেও আমাদের পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, তাহলে আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য এবং রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা জাতি ও দেশের মানুষের কাছে উপস্থাপন করেছি। সেটিকে বাস্তাবায়ন করতে দলকে পুনর্গঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে। মেধাবী মানুষকে সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী এবং যাদের সততা ও আদর্শ আছে- এ রকম মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। আমাদের হাজারও নেতাকর্মী খুন ও গুম হয়েছে। বিএনপিসহ আরও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এবং পঙ্গু করে দেয়া হয়েছে। দেশের সেক্টরগুলো যে রকম ধ্বংস করে দেয়া হয়েছে, জনগণকে যে রকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকেও তেমনি নিষ্পেষিত করা হয়েছে এবং নেতাকর্মীদের অত্যাচারিত ও নির্যাতিত করা হয়েছে। সেই ঝড় কেটে গেছে। এই ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি।

ঝড় কেটে যাওয়ার পরে লণ্ডভণ্ড বাড়িগুলোকে মানুষ আবার সেটি পুনর্গঠন করে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই ঝড়ে বহু সহকর্মীকে হারিয়েছি। রাজনৈতিকভাবে এবং অনেকজনকে প্রাকৃতিকগত কারণে হারিয়েছি। অনেকে বিভিন্ন কারণে হয়তো রাজনীতি থেকে সরে গিয়েছে। আমরা আবার সেজন্য দলকে পুনর্গঠিত করবো। যে মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্যে দলকে ধরে রেখেছে, যে মানুষগুলোর কারণে আমাদের অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি- সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত ও ঐক্যবদ্ধ করতে চাই। সেজন্য আজকের প্রাথমিক সদস্য পদ নবায়ন।

রাজনৈতিক কর্মী হিসেবে আজকে আমাদের একটি আনন্দের দিন মন্তব্য করে তারেক রহমান বলেন, কেন আমাদের যে সদস্য পদ। যে দলের সঙ্গে আমরা আছি, যে দলের জন্য বহু নেতাকর্মী হাজারও লক্ষ নেতাকর্মী নির্যাতনের মধ্যদিয়ে গেছেন। তাও আজকে তারা দলের সঙ্গে আছেন। আমি জিনিসটাকে এভাবে দেখি, একটি ঝড়  গেছে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে। দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রত্যেকটা সেক্টরকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এই ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলমসহ সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে নিজেদের সদস্যপদ নবায়ন করেন।

-মানবজমিন

Translate »