Type to search

Lead Story রাজনীতি

ফের হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে তাকে এই হাসপাতালে নেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আজ সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য তিনি বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।

বিএসএমএমইউ উপাচার্য শরফুদ্দিন বলেন, নিয়মিত চেকআপের অংস হিসেবে আজ সকাল ১০টার দিকে এসেছিলেন তিনি। আমরা বলেছি আপনি ভর্তি থাকেন আমাদের এখানে, রেস্ট নেন, তাহলে ভালো হবে আপনার জন্য।

এবিসিবি/এমআই

Translate »