Type to search

Lead Story কমিউনিটি

ফের বাংলাদেশি শ্রমিকদের দুয়ার খুললো মালয়েশিয়া

ফের বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে সব পেশার শ্রমিক নেওয়ার জন্য। এসময় বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর তুলে নেওয়া হয়েছে আরোপ করা নিষেধাজ্ঞা।

দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই নেওয়া শুরু হবে বাংলাদেশি কর্মী। এই শ্রমিকদের জন্য বাগান, উৎপাদন, কৃষি, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহপরিচারকসহ বিভিন্ন খাত উন্মুক্ত থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মানুসারে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের সে দেশে থাকতে হতে পারে কোয়ারেন্টিনে। এর আগে, গত শনিবার এক বিবৃতিতে ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারারস (এফএমএম) বলেছে, শিল্পখাতে আগামী বছর নাগাদ তাদের ৬ লাখের বেশি শ্রমিক লাগবে। রপ্তানিভিত্তিক এই শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক বেশি কোম্পানিগুলোতে।

এবিসিবি/এমআই

Translate »