ফের করোনার তান্ডব ভারতে

ভারতে ফের করোনার দাপট দেখা দিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ছুঁইছুঁই। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন। এ সময় মৃত্যু হয়েছে ৩২ জনের। আর এই প্রেক্ষাপটেই চিকিৎসকদের একাংশ দাবি করছেন, ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ।
ভারতের রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই থাকছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দিল্লিতে হঠাৎ সংক্রমণ বৃদ্ধির পেছনে ওমিক্রনের উপপ্রজাতি বিএ২১২-কে দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
করোনা বাড়ছে দক্ষিণ ভারতেও। এদিকে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, কারও মৃত্যু না হলেও, আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭ জন।
এবিসিবি/এমআই