Type to search

Lead Story অপরাধ সারাদেশ

ফেনীতে ডিবি পরিচয়ে ২৭ লাখ টাকা লুট, ৩ ডাকাত আটক

জেলা প্রতিনিধিঃ ফেনীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যাংকের ২৭ লাখ ৬১ হাজার ৫শ টাকা লুটের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

এছাড়া আরও ছয় জনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটককৃত হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার পঞ্চকরালিয়া গ্রামের ময়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন (৩৮), পাবনা জেলার চাটমোহর উপজেলার চৌরইকুল গ্রামের মো. ইমরান নাজির (৩৫) ও বগুড়া পৌরসভার জেলাদার পাড়ার ইব্রাহিম আকন্দের ছেলে মো. সবুজ মিয়া (৫০)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ অক্টোবর দুপুর আড়াইটার দিকে আবু জাফর ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ২৭ লাখ ৬১ হাজার ৫শ টাকা তুলে সোনাগাজীর কুটিরহাট এলাকায় যাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে একদল যুবক একটি প্রাইভেট কারযোগে এসে দাগনভূঞার বেকেরবাজারে জাফরকে পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

পরে টাকা লুটে নিয়ে তারা আবু জাফরকে কুমিল্লার দয়াপুরে নিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই দাগনভূঞা থানায় টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করেন শাহীন। গত মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে আটক, ৫০ হাজার টাকা ও ঘটনায় ব্যাবহার হওয়া গাড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার নুরুন্নবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ওই ঘটনায় নয় জন জড়িত ছিল বলে জানিয়েছে। আরো ছয়জনকে নজরদারিতে রেখে আটকের চেষ্টা করা হচ্ছে। আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ সুপার।

Translate »