Type to search

Lead Story আন্তর্জাতিক

প্রেসিডেন্ট বাইডেনকে পদচ্যুত করতে অভিশংসন প্রস্তাব

ছেলের ব্যবসা কর সংক্রান্ত অপরাধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের প্রস্তাব এনেছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকক্যারর্থি। এই প্রস্তাবের পর বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বাইডেনের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। বাইডেনের ছেলে হান্টারের ব্যবসায়িক সহযোগীর অভিযোগ, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে হান্টার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। বর্তমানে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত অপরাধের ফেডারেল তদন্ত চলছে।

এদিকে, হোয়াইট হাউস ম্যাকার্থির এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস জানিয়েছেন, রিপাবলিকানরা ৯ মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। কিন্তু তারা প্রেসিডেন্টের কোনো অন্যায় খুঁজে পাননি। ম্যাকক্যারর্থির দল এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৯ এবং ২০২১ সালে দু’বার ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিলেন।

এবিসিবি/এমআই

Translate »