প্রশ্ন ফাঁসের অভিযোগে মাউশির কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিল্টনকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
আজ সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও ডিবির একটি দল।
চন্দ্র শেখর হালদার মাউশির প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৫১৩টি পদে গত ১৩ মে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইডেন কলেজ কেন্দ্র থেকে প্রশ্নপত্রের উত্তরসহ একজনকে আটক করা হয়। তার প্রবেশপত্রের উল্টো পিঠে ৭০টি এমসিকিউ প্রশ্নের উত্তর লেখা ছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষক সাইফুল ইসলামকে আটক করা হয়।
পরে ১৪ মে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক রাশেদুল, মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদকে আটক করা হয়। এই ঘটনার ১ সপ্তাহ পরে নিয়োগ পরীক্ষা বাতিল করে মাউশি।
এবিসিবি/এমআই