Type to search

Lead Story আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গত মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর বরাতে এই খবর দিয়েছে বাসস।

কংগ্রেস সূত্র জানায়, তারা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

এর আগে চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন।

২০১৯ সালে শেষবার ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা ।

এবিসিবি/এমআই

Translate »