Type to search

Lead Story রাজনীতি

প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতা দখল করে আছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জোর করে ক্ষমতা দখল করে আছেন।’

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে কষ্ট হয় যে, যখন দেখি কিছু বুদ্ধিজীবী এ নেত্রীকে সাপোর্ট করেন। তার অন্যায়গুলোকে সমর্থন দেন। এ বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? চিৎকার দিয়ে বলতে পারি, আমরা এ বাংলাদেশ চাইনি। আজকে দেশের মানুষ ভাত পাচ্ছে না, চাল পাচ্ছে না। একজন শ্রমিক তার ছেলেকে প্রোটিন হিসেবে ডিমও খাওয়াতে পারে না।’

তিনি বলেন, `দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে নির্বাচন হয়, সেটা ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। এ নির্বাচনকে সবাই সম্মানের চোখে দেখে। কিন্তু গতকাল (বুধবার) নির্বাচন ঘিরে যা ঘটেছে, তা দেশের নির্বাচনব্যবস্থার জন্য কলঙ্কজনক। আমরা ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। এ ঘটনা প্রমাণ করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। মনে হয় দেশে যেন সরকারও নেই।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। সঞ্চালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু।-ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »