Type to search

Lead Story জাতীয়

প্রধানমন্ত্রীকে মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার দিলো চীন

বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে চীন।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ ম্যুরাল তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে ব্রিফ করেন।

চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে ১ লাখ ডোজ করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। চীনা প্রেসিডেন্ট সি জিনপিং- এর শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল দেওয়ার জন্য প্রশংসা করেন চীনা দূতাবাসের।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

Translate »