Type to search

Lead Story জাতীয়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে শুক্রবার (৯ জুলাই) জানানো হয়, গত ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক পত্রে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সম্প্রতি আমার বাংলাদেশ সফরে আপনার উদার আতিথেয়তা অত্যন্ত স্মরণীয়।’
মোদি বলেন, করোনা মহামারির কারণে বিভিন্ন বাধা সত্ত্বেও ২ দেশের মধ্যকার সহযোগিতা ও  দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রয়েছে।
এতোসব বাধার পরও পরবর্তী আলোচনা ও উদ্যোগ গ্রহণ করায় ভারতীয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কাছে লেখা পত্রে মোদি লিখেছেন, ‘পারস্পরিক সহযোগিতার বিষয়ে আমি আমার সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত  করছি।’
এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬০টি কার্টনে করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যন্য নেতৃবৃন্দের জন্য দুই হাজার ৬শ’ কেজি আম পাঠান।

Translate »