Type to search

Lead Story আন্তর্জাতিক

পুতিন-জিনপিং বৈঠকে যা বললেন চীনের প্রেসিডেন্ট

হঠাৎই ভিডিওকলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। আলোচনায় জিনপিং বলেছেন, চীন ও রাশিয়ার উচিত একে অপরের নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য আরও যৌথ প্রচেষ্টা চালানো।

বুধবার (১৫ ডিসেম্বর) এসব জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জিনপিং আরও জানান, কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক শক্তি চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। গণতন্ত্রের ছদ্মবেশে তারা এটা করার চেষ্টা করছে।

বৈঠকের শুরুতে রুশ-চীন সম্পর্কের প্রশংসা করেন ২ বিশ্বনেতা। পুতিন এই সম্পর্ককে ২১ শতকে আন্তঃদেশ সহযোগিতার সঠিক উদাহরণ হিসেবে অভিহিত করেন।

এসময় ২০২২ সালের বেইজিং অলিম্পিকে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। আগামী ফেব্রুয়ারিতে জিনপিংয়ের সাথে সশরীরে সাক্ষাতের পরিকল্পনাও তুলে ধরেন পুতিন।

এবিসিবি/এমআই

Translate »