পুতিনকে হুঁশিয়ার করেছিলাম বললেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে তিনি পুতিনকে সতর্ক করেছিলেন। বাইডেন বলেন, যদি তিনি ইউক্রেনে হামলা শুরু করে তাহলে ন্যাটো শুধু শক্তিশালীই হবে না, আরও বেশি ঐক্যবদ্ধ হবে। বৃহস্পতিবার (৩০ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি রাশিয়ান নেতাকে বলেছিলেন যে সারা বিশ্বের গণতন্ত্র রুখে দাঁড়াবে এবং তার আগ্রাসনের বিরোধিতা করবে। বাইডেন বলেন, এবং আজকে আমরা ঠিক এটাই দেখছি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
এবিসিবি/এমআই