Type to search

Lead Story রাজনীতি

পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী হিসেবে কাজ করে যাবো: তৈমূর

দল থেকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বলে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না।’ বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে তিনি এসব কথা জানান।

তৈমুর বলেন, ‘সামনের দিনগুলো বেগম খালেদা জিয়ার মুক্তি ও ইভিএম-এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে চাই।  তিনি জনগণের অধিকার নিয়েই রাজনীতি করে যাবো।’

নির্বাচন প্রসঙ্গে তৈমুর জানান, ‘ইভিএম মেশিনের ত্রুটির কারণে এই ফল হয়েছে। ইভিএম হলো ভোট ডাকাতির বাক্স। যে কারণে ইভিএমকে সমর্থন না করতে আহবান জানাবো দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতি।’

দল থেকে বহিষ্কারের ব্যাপারে প্রশ্নের জবাবে তৈমুর জানান, ‘আমি মনে করি, রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবি প্রয়োজন হয় না। তাছাড়া এই সিদ্ধান্ত আমার প্রতি দলের কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানাননি।’

দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়ে তৈমুর জানান, পদ থেকে বহিষ্কার করা হয়েছে আমাকে। কিন্তু কর্মী থেকে তো বহিষ্কার করা হয়নি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো।’ তিনি বলেন, ‘অতীতের মতো খেটে খাওয়া জনগণের পাশে থাকবো। তবে যাবো না অন্য কোনো প্লাটফর্মে ।’

এবিসিবি/এমআই

Translate »