Type to search

Lead Story জাতীয়

পদ্মা সেতু আমাদের মর্যাদা-সক্ষমতার শক্তি: শেখ হাসিনা

বিশ্বে পদ্মা সেতু একটি আশ্চর্য সৃষ্টি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ‘পদ্মা সেতু আমাদের মর্যাদা ও সক্ষমতার শক্তি। যে সেতু নির্মাণ করেছি আমরা, সেটি বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তিতে তৈরি।’

আজ শনিবার (২৫ জুন) সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এদিকে, সকাল ১০টা ৫ মিনিটে পদ্মা সেতুর থিম সং পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর আগে, পদ্মা সেতু উদ্বোধন করতে এরই মধ্যে পদ্মার মাওয়া প্রান্তে পৌঁছেছেন শেখ হাসিনা।

সফরসূচি অনুয়ায়ী, শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে তিনি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

দিনের কার্যসূচি অনুযায়ী, বেলা ১১টায় মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্যুভেনির শিট এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে নির্ধারিত টোল পরিশোধের মাধ্যমে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন।

এরপর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে বেলা ১১টা ২৩ মিনিটে যাত্রা করবেন। বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতেও তিনি যোগ দেবেন।

এবিসিবি/এমআই

Translate »