নির্বাচনি আইন পরিবর্তন স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বললেন প্রেসিডেন্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রিপাবলিকানশাসিত অঙ্গরাজ্যগুলোতে ভোটের নিয়ম কড়াকড়ি করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর আঘাতের সূচনা। এদিকে ১৫০-এর বেশি মার্কিন কোম্পানি কংগ্রেসকে ভোটাধিকার আইন পাশ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা ও রয়টার্সের বরাতে জানা যায়, রিপাবলিকানরা বলছেন, তারা ভোটদানের নিয়মে কড়কড়ি করছেন যাতে ভবিষ্যতে কোনোরকম ভোট জালিয়াতি না হয় এবং আমেরিকানদের মনে এই আস্থা জন্মায় যে, যথার্থভাবে ভোট গণনা করা হচ্ছে। তবে সম্ভবত ছয় মাসের প্রেসিডেন্ট আমলের সবচেয়ে আবেগময় ভাষণে বাইডেন এই যুক্তির বিরোধিতা করে বলেন, ১৭টি অঙ্গরাজ্যে এরই মধ্যে যে ২৮টি আইন পাশ করা হয়েছে তাতে আমেরিকানদের জন্য ভোটদান কঠিন হয়ে উঠেছে।
তিনি ঘোষণা করেন, এটি নির্বাচনবিরোধী ও এটি বিবেকবিহীন কাজ। নাম না করেই বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে ভর্ত্সনা করেন। ট্রাম্প অব্যাহতভাবে দাবি করেন যে গত নভেম্বরের নির্বাচনে ভোট প্রদান ও ব্যালট গণনায় কারচুপির কারণে তাকে আরো চার বছর মেয়াদের জন্য হোয়াইট হাউজে থাকা থেকে বঞ্চিত করা হয়। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে সমর্থকদের সোচ্চার হর্ষধ্বনির মধ্যে বাইডেন ঘোষণা করেন, চরম মিথ্যা তো চরম মিথ্যাই।
বাইডেন ট্রাম্প প্রসঙ্গে বলেন, আমেরিকায় আপনি যদি হেরে যান, আপনি ফলাফল মেনে নেন। বাইডেন আবার সিনেটের প্রতি আহ্বান জানান যে, তারা যেন প্রতিনিধি পরিষদে অনুমোদিত ভোটাধিকার বিষয়ক আইনটি পাশ করে। ঐ আইনে কংগ্রেস ও প্রেসিডেন্ট নির্বাচনের নিয়মগুলো গোটা দেশের জন্য অভিন্ন হবে। এই আইন পাশ হলে রাজ্যগুলোর নতুন আইন বাতিল হয়ে যাবে। বাইডেন এবং তার ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যানরা বলছেন, রাজ্যের আইনে সংখ্যালঘুরা ভোটদানে বাধাগ্রস্ত হবেন, যারা কি না সাধারণত ডেমোক্র্যাটদের পক্ষেই ভোট দেন।
ভোটাধিকার বিষয়ে ভাষণ দেওয়ার জন্য বাইডেন ফিলাডেলফিয়াকে বেছে নেন, কারণ এটিই হচ্ছে আমেরিকান গণতন্ত্রের সূতিকাগার যেখান থেকে প্রথম ১৭৭৬ সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়।
এদিকে অ্যাপল, বেস্ট বাই কোম্পানি, পেপসিকোসহ ১৫০-এর বেশি কোম্পানি ভোটিং রিফর্ম অ্যাক্ট পাশের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার আইনপ্রণেতাদের উদ্দেশে লেখা এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।