Type to search

Lead Story রাজনীতি

নারায়ণগঞ্জ সিটির মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আইভী

পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। তিনি মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ছিল মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ কর্মদিবস। তাই মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়ে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে তিনি কুশল বিনিময় করেন। বিদায় বেলায় মেয়র আইভীকে বিমর্ষ দেখা গেছে। এর আগে শেষ কর্মদিবসে মেয়র আইভী নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এবিসিবি/এমআই

Translate »