নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৬ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩জন নারী, ২জন পুরুষ ও ১ জন শিশু। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যতক্ষণ দরকার, ততক্ষণ উদ্ধার অভিযান চলবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি বলেন, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই ডুবে যায় লঞ্চটি। পরে আমরা অনেকেই সাঁতরে তীরে উঠেছি। তবে অনেকে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা কবলিত লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল। উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। ভেতরের একজনও বের হতে পারার কথা নয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এবিসিবি/এমআই