নতুন হুঁশিয়ারি দিলেন পুতিন

নতুন করে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নেতা সতর্ক করে বলেন, ‘কোনো দেশ ইউক্রেনে ‘হস্তক্ষেপের’ চেষ্টা করলে মস্কো দ্রুত তার জবাব দেবে। বুধবার (২৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের উদ্দেশে পুতিন বলেন, ‘বাইরের কেউ ইউক্রেনে হস্তক্ষেপ করলে আমাদের জবাব হবে বজ্র গতিতে। রাশিয়ার কৌশলগত নিরাপত্তায় হুমকির জবাব ক্রেমলিন কীভাবে দেবে সেই সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘জবাব দেওয়ার জন্য আমাদের কাছে সব সরঞ্জাম আছে- যা নিয়ে আমরা ছাড়া কেউ বড়াই করতে পারে না। তবে আমরা তা নিয়ে দম্ভ করবো না, প্রয়োজন হলে আমরা সেসব ব্যবহার করবো।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
এবিসিবি/এমআই