ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন হচ্ছে মালয়েশিয়ায়

উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। করোনাকাল কাটিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন দেশটির মুসলিম সম্প্রদায়। সোমবার (২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দেশটির জাতীয় মসজিদ নেগারায় অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় ঈদ নামাজ।
মসজিদে মসজিদে ঈদ জামাতে মুসল্লিদের ঢল নেমেছে। করোনাকাল কাটিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন দেশটির মুসলিম সম্প্রদায়। শুরুতেই বয়ান পেশ করেন জাতীয় মসজিদ নেগারার প্রধান ইমাম তুন হাজী এহসান বিন মোহাম্মদ হোসনি। নামাজ শুরুর আগেই মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ।
মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগোং সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ, প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব, সাবেক প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ, আনোয়ার ইব্রাহীম দেশবাসী ও বিদেশিদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
নামাজে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।
এবিসিবি/এমআই