Type to search

Lead Story আন্তর্জাতিক

দয়া করে অস্ত্র আইন কড়া করুন বললেন প্রেসিডেন্ট বাইডেন

কড়া অস্ত্র আইন করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, অ্যাসল্ট রাইফেল রাখা নিষিদ্ধ করা হোক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্কুলে, মেডিক্যাল সেন্টারে, শপিং মলে বন্দুকধারীদের হামলায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। এর জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনকেই দুষছেন দেশের একটা বড় অংশ।

প্রেসিডেন্ট বাইডেনও মনে করেন, অবিলম্বে অস্ত্র আইন বদল করা দরকার। তিনি কাতর আবেদন জানিয়ে বলেছেন, ”আর কতদিন আমরা এইভাবে নরহত্যা সহ্য করে যাব? অস্ত্র আইন কড়া করুন।”

‘এখন কিছু করি’

যুক্তরাষ্ট্রে আইন করার অধিকারী হলো সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সেনেট। বাইডেন তাদের কাছেই আবেদন জানিয়ে বলেছেন, ‘এখন অন্তত কিছু করি।’

তার প্রস্তাব, বন্দুক রাখার বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক। অ্যাসল্ট রাইফেল ও হাই ক্যাপাসিটি ম্যাগাজিন রাখা বন্ধ হোক, আর বন্দুক হাতে দেয়ার আগে খতিয়ে দেখা হোক, ক্রেতার মানসিক স্থিতি আছে কি না।

মানসিক সমস্যা হলে নিরাপত্তা বাহিনী যাতে বন্দুক নিয়ে নিতে পারে সে ব্যবস্থা করা হোক। বাইডেনের দাবি, এই নিয়মগুলি থাকলে সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা ঘটতো না।

বাইডেন বলেছেন, অস্ত্র আইন থেকে প্রোটেকশন অফ ল-ফুল কমার্সের ধারা বাদ দেয়া হোক। এই ধারা আছে বলে, নির্মাতাদের ধরা যায় না। তাদের অস্ত্র নিয়ে অপরাধ করলেও কিছু করা যায় না।

বাইডেন গত দশকের বিভিন্ন স্কুলে বন্দুকধারীদের হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এতদিন এই নিয়ে কিছুই করা হয়নি। কিন্তু এবার করতে হবে। গত দুই দশকে পুলিশ বা সেনার থেকে বেশি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে। দয়া করে এই বিষয়টি নিয়ে ভাবুন।

রিপাবলিকানরা বিরোধী

রিপাবলিকানরা অতীতেও অস্ত্র আইনকে কড়া করার বিরোধিতা করেছে, এখনো করছে। ডেমোক্র্যাটরা বন্দুক কেনার বয়সসীমা বাড়াতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিল আনছে। তাতে রিপাবলিকানরা আপত্তি জানিয়েছে।

সেনেটে যা অবস্থা, তাতে বাইডেনের ডেমোক্র্যাটদের বিল পাস করাতে গেলে রিপাবলিকানদের সাহায্য লাগবে। কারণ, বিল পাস করাতে গেলে একশ জনের মধ্যে ৬০ জনের সমর্থন দরকার। ফলে রিপাবলিকান সদস্যদের একাংশের সমর্থন না পেলে সেনেটে বিল পাস হবে না।

এবিসিবি/এমআই

Translate »