Type to search

Lead Story রাজনীতি

দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই: ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের প্রাণের মানুষ বঙ্গবন্ধু। প্রাণের মানুষও মাঝে-মাঝে ভুল করে। মৃত্যুর আগের দিন উনি আমাকে সাভার থেকে ডেকে পাঠিয়েছিলেন যোগদানের জন্য বাকশালে। আমি বলেছি মুজিব ভাই, সারাজীবন সংগ্রাম করেছেন আপনি গণতন্ত্রের জন্য। করবেন না এই কাজ। সত্য বলতে কখনো ভয় পাইনি আমি। সেই যুগেও পাইনি, এখনও পাই না। বঙ্গবন্ধু আমার সত্য বলা নৈতিক দায়িত্ব ছিল।

গতকাল বুধবার (২ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) আয়োজিত ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা। শুধু নির্বাচন না, চাই একটি কল্যাণকর রাষ্ট্র।

বিপিপি‘র সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, বিপিপির মহাসচিব এ আর জাফরুল্লাহ চৌধুরী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক সিকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Translate »