দেশে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত
১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলমান লকডাউনের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম। ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এতথ্য জানানো হয়।এতে জানানো হয়, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যে কোনও জরুরি অনুরোধের জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় visahelp.dhaka@mea.gov.in।