Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

দেশে ভয়ংকর হচ্ছে ডেঙ্গু, আরো ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে শনাক্ত হয়ে দেশে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪২৯ জন এবং ঢাকার বাইরের ২৪৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৭১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আট হাজার ১৪১ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন।

এবিসিবি/এমআই

Translate »