Type to search

Lead Story রাজনীতি

দেশে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক ও মদ নিষিদ্ধের দাবি

দেশে সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাঠ্যসূচি থেকে ডারউইনের ‘অবৈজ্ঞানিক’ বিবর্তনের তত্ত্ব বাদ দিতে হবে। আর মদ ও সকল ধরনের মাদক নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

আজ শুক্রবার রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে ইসলামী আন্দোলন দলের মহাসমাবেশ থেকে তিনি  এই দাবি তুলে ধরেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, ইসলামী শাসনব্যবস্থা কায়েমসহ নানা দাবিতে এ সমাবেশ করেছে দলটি।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, দ্রব্যমূল্য কমাতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। বাজার কারসাজিতে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে কারাবন্দি সকল আলেম উলামার মুক্তি দাবি করেছেন চরমোনাইয়ের পীর রেজাউর করীম। নিবন্ধিত সব রাজনৈতিক দলের মতামতে গঠিত জাতীয় সরকারের অধীনের নির্বাচন চায় চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। সংসদ ভেঙে তফসিল ঘোষণা, নির্বাচনকালে সশস্ত্রবাহিনী মোতায়েন ও ভোটের দিনে তাদের বিচারিক ক্ষমতা দেওয়া, ইভিএম ব্যবহার বন্ধ করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে দলটি।

 

১৫ দফা দাবির মধ্যে আরও আছে- নির্বাচনে সকল দলের সমান সুযোগ, ভোটের সময় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি বন্ধ, সব দলের জন্য গণমাধ্যমে এবং সভা সমাবেশের সমান সুযোগ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সংসদে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব।

মুফতি রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ নবম জাতীয় সংসদে একতরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করায় রাজনৈতিক সংকটে নতুন মাত্রা পেয়েছে। তারা এবারও সংসদ বহাল রেখে নির্বাচন করতে চায়। তা হলে আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের নামে প্রহসন হবে। রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে নির্বাচন দেশবাসী মানবে না। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট করবে হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে আজ দুপুরে গুলিস্তানে কর্মসূচি পালন করে চরমোনাইয়ের পীরের দল। বেলা ১০টায় মহানগর নাট্যমঞ্চ এলাকায় দলটির নেতাকর্মীরা ভিড় করেন। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল উপস্থিতি ছিল সমাবেশ ঘিরে। রাজউক ভবন থেকে গুলিস্তান হয়ে জিপিও পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরমোনাইয়ের পীর মুফতি রেজাউল করীমের ইমামতিতে সেখানে জুমার নামাজ আদায় করেন সমাবেশকারীরা।

১৫ দফার পক্ষে ১৩ মে থেকে ২০ জুন পর্যন্ত আট বিভাগীয় শহরে সমাবেশ করবে ইসলামী আন্দোলন। এছাড়া ১ জুলাই ঢাকায় গণমিছিল করবে বলে সমাবেশে জানানো হয়।

মহাসমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক আজাদ; মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদসহ আরো অনেকে বক্তৃতা করেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »