দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৫৯ রোগী ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শনাক্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ৫৫৯ জন ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২২৬ জন রোগী মারা গেছেন। আর চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৬১ জনে। তাদের মধ্যে ১৮ হাজার ৪১০ জন ঢাকার বাইরের।
চলতি বছর ডেঙ্গুতে ঢাকায় ১৩৫ জন, কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ৩০ জন, বরিশালে ১০ জন, খুলনায় সাতজন, ময়মনসিংহে ছয়জন, রাজশাহী চারজন, নড়াইলে দুইজন এবং নরসিংদী, কুষ্টিয়া, পাবনা, বাগেরহাট, খাগড়াছড়ি, বগুড়া, মাদারীপুর ও ফেনীতে একজন করে মারা গেছেন।
এবিসিবি/এমআই