দেশে করোনায় বেড়েছে মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫১ জনের করোনা আক্রান্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। আজ রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লক্ষ ৩২ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪০১ জন। সেই সাথে গত ২৪ ঘণ্টায় ৬২০ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ১৯ লক্ষ ৭৪ হাজার ২০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এবিসিবি/এমআই