Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় বেড়েছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫১ জনের করোনা আক্রান্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। আজ রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লক্ষ ৩২ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪০১ জন। সেই সাথে গত ২৪ ঘণ্টায় ৬২০ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ১৯ লক্ষ ৭৪ হাজার ২০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

এবিসিবি/এমআই

Translate »