Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন  রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৭৯ শতাংশে।

এখন পর্যন্ত করোনায় দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।
শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫০ হাজার ৬৬৮ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

এবিসিবি/এমআই

Translate »