দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু
কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে আজ আরো ৩৫ জন মারা গেছেন এবং নতুন করে এক এক হাজার ১৯০ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো এক হাজার ৬৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, “গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৭ হাজার ১৮২ জনে দাঁড়াল।”
এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরো এক হাজার ১৯০ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় ১৯ হাজার হাজার ৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৫।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে শনাক্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, করোনা আক্রান্তদের মধ্যে ৯৭ দশমিক দশমিক ২৩ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং এক দশমিক ৭৬ শতাংশ রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মহামারিতে মারা যাওয়া ২৭ হাজার ১৮২ জনের মধ্যে ১১ হাজার ৮৩২ জন ঢাকা বিভাগ, পাঁচ হাজার ৫শ’ জন চট্টগ্রাম বিভাগ, ২ হাজার ৮ জন রাজশাহী বিভাগ, ৩ হাজার ৫২৭ জন খুলনা বিভাগ, ৯২৯ জন বরিশাল বিভাগ, এক হাজার ২২৮ জন সিলেট বিভাগ, এক হাজার ৩৩৭ জন রংপুর বিভাগ এবং ৮২১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।