Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৮৮৩ জন। নতুন করে ৫৭৮ জন শনাক্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৬৩ জন।

আজ শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে ৬৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন সুস্থ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭৮ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা শনাক্তদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী পজিটিভ শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

Translate »