Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ২০৯ জনের।

একই সময়ে ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষায় নয় হাজার ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক দুই শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন।

এর আগের দিন শুক্রবার এক হাজার ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় করোনায় আক্রান্ত কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে ৪৮২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৬জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের দুই জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের ১জন রয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »