Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

দেশে আরও ১৭৩ জন ডেঙ্গু শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়ে নতুন ১৭৩ জন রোগী ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৩৯ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৫১ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে মোট ২৩ হাজার ২২৭ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ২৮৭ জন ডেঙ্গু শনাক্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৯ জন।

এবিসিবি/এমআই

Translate »