দেশে আবারও গুমের রাজনীতি শুরু করেছে সরকার

সরকার দেশে আবারও গুমের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, দেশে আবারও গুম শুরু হয়েছে। প্রতিটি শহর-বন্দর জনপদে এখন সাদা পোশাকধারীদের আতঙ্ক। চারদিকে ভয়ার্ত পরিবেশ, বাংলাদেশের বুকে যেন হানাদার বাহিনী আক্রমণ করেছে। এখন গুম বাহিনীর ভয় দেখিয়ে মায়েরা তাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে।
তিনি বলেন, চারদিকে শুধু জমাট বাঁধা কান্নার পাহাড়। প্রতিদিনই সেই কান্নার পাহাড় আরও উঁচু হচ্ছে। ১৫ বছর ধরে সেই কান্নার পাহাড় থেকে চুইয়ে নামছে আর্তনাদ। আর গল গল করে উঠছে ক্রসফায়ারে নিহতদের আর গুম হওয়া মানুষের অভিশাপ।
বিএনপির এই নেতা বলেন, তারা (সাদা পোশাকধারী) দিন-রাত কালো গ্লাসে মোড়া মাইক্রোবাসে নৎসী বাহিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। গণতন্ত্রকামীদের ছোঁ মেরে তুলে নিচ্ছে। তাদের হাত থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না।
রিজভী বলেন, র্যাব-পুলিশের নামধারী আওয়ামী পুলিশ লীগ আন্দোলনরত বিরোধী দলীয় নেতাকর্মীদের না পেলে তাদের বাবা-মা, সন্তান, ভাইবোন এবং আত্মীয় স্বজন পর্যন্ত ধরে নিয়ে অদৃশ্য করে রাখছে। তাদের তুলে নিয়ে গিয়ে আবার অস্বীকার করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬৫ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১৩ নতুন মামলায় ১ হাজার ৪৮৫ জনের অধিক নেতাকর্মী আসামি করা হয়েছে বলে দাবি করেছেন রিজভী।
তিনি বলেন, এ সময় আহত হয়েছেন ৪০ জন এবং নিহত হয়েছেন একজন।-সমকাল
এবিসিবি/এমআই