Type to search

Lead Story রাজনীতি

দেশের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে কাজের মাধ্যমে কোকো নিজেকে স্মরণীয় করেছেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো কোনও রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতি অল্প সময়ের মধ্যে কোকো নিজেকে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে স্মরণীয় করে রেখেছেন।’

আজ রবিবার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, ‘একজন আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন সৃষ্টি হয়েছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছিলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য। আমরা আজকে তার মৃত্যুবার্ষিকীতে তার জন্য দোয়া ও কবর জিয়ারত করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নিরব, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ শতাধিক নেতা-কর্মী।

১৯৬৯ সালের ১২ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লায় আরাফাত রহমানের জন্ম হয়। আরাফাত রহমান কোকো শর্মিলা রহমানকে বিয়ে করেন। তাদের ২ মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হন। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মাত্র ৪৫ বছর বয়সে তিনি মারা যান। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ আনা হয় দেশে। ওই দিনই তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে।

Translate »