Type to search

Lead Story অপরাধ

টাঙ্গাইলের ঘাটাইলে সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চুরির অপবাদে সন্তানদের সামনে এক মাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাতে ঘাটাইল উপজেলার ৪০ কিমি দূরে সাগরদীঘি ইউনিয়নের মালির চালা এলাকায় ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী সন্ধ্যা রানী (৩৫) একই এলাকার নারায়ণ বর্মণের স্ত্রী।
এদিকে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৫জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন– মনিরুল ইসলাম ভূঁইয়া (৭০), তার ২ ছেলে মোস্তফা ভূঁইয়া (৪৫) ও সজিব ভূঁইয়া (৪০) এবং দুই মেয়ে খুকি (৩৭) ও সুমি আক্তার (৩২)।
মামলার বিবরণে জানা গেছে, সন্ধ্যা রানীর ছেলে পলাশ (৮) ঘটনার ১৫ দিন আগে মনিরুল ইসলামের বাড়ি থেকে ঘুড়ি বানানোর জন্য পত্রিকা নিয়ে আসে। হঠাৎ মনিরুল ইসলামের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা-পয়সাসহ মূল্যবান কাগজপত্র চুরি যায়।
ওই চুরিতে জড়িত সন্দেহে গত ৩ জানুয়ারি পলাশকে তারা ধরে নিয়ে মারধর করে। এ ছাড়া মালামাল চুরি করে তার মায়ের কাছে জমা দিয়েছে বলে এ ধরনের কথা বলতে চাপ দেয়।
ভয়ে পলাশ স্বীকার করে। পরে শনিবার মামলার আসামিরা সন্ধ্যা রানীর বাড়িতে ঢুকে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে তাকে বাড়ি থেকে ধরে এনে করিম ভূঁইয়ার বাগানে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়।
সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরুল ইসলামের বাড়ি থেকে নাকি ৫ ভরি স্বর্ণ হারানো গেছে। কিন্তু এ বিষয়ে কেউ জানায়নি আমাকে। ঘটনার কয়েক দিন পর ওই নারীকে সন্দেহ করে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছে। পরে আমি সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করেছি।
প্রত্যক্ষদর্শী মহানন্দ চন্দ্র বর্মণ জানান, প্রায় ৪ ঘণ্টা সন্ধ্যা রানীকে বেঁধে রাখা হয়। এ সময় সন্ধ্যা রানীর ৬ মাসের শিশুসন্তান অনবরত কান্নাকাটি করেছে।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাগরদীঘি ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন বর্মণ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আটক করে শাস্তির দাবি জানান।
ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকাজ চলছে। আসামিরা পলাতক রয়েছে এবং ধরার চেষ্টা চলছে।
Translate »