Type to search

Lead Story জাতীয়

জয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এবিসিবি/এমআই

Translate »