Type to search

Lead Story আন্তর্জাতিক

জার্মানির নির্বাচন: বামপন্থী এসপিডির চ্যান্সেলর প্রার্থীর জয়

খুবই অল্প ব্যবধানে জার্মানির জাতীয় নির্বাচনে জিতেছে মধ্য বামপন্থী দল এসপিডি। মোট ভোটের ২৬ শতাংশ পেয়েছে তারা। ২৪ শতাংশ ভোট পেয়ে ২য় অবস্থানে আছে অ্যাঞ্জেলা মার্কেলের রক্ষণশীল দল সিডিইউ। সোমবার (২৭ সেপ্টেম্বর) এসব জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে মার্কেলের দল। এছাড়া, ১৪ দশমিক আট শতাংশ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছে গ্রিন পার্টি।

কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য এখন একটি জোট তৈরি করতে হবে। তবে জোট না হওয়া পর্যন্ত বিদায়ী চ্যান্সেলর কোথাও যাচ্ছেন না। ফলে নতুন সরকারের জন্য সম্ভবত ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

ফল প্রকাশের পর  এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস জানিয়েছে, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান।

এবিসিবি/ এমআই

Translate »