Type to search

Lead Story রাজনীতি

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে। স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ অভিযোগে আজ সোমবার সকাল থেকে দলটি এ বিক্ষোভ সমাবেশ করে। মহানগর বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনায় বিএনপি ২৯ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে এবং আগামীকাল ৩০ মার্চ জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি দেয়।

সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিক্ষোভ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলার, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি বজলুল বাসিত, সাধারণ সম্পাদক আবদুল আলীম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাসার, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

সড়কে অবস্থান করছেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা। এ কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় প্রেসক্লাব ও তার আশপাশের এলাকায় করা হয়েছে পুলিশ মোতায়েন।

Translate »