Type to search

Lead Story রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে  তারা ঢাকা ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুর গেছেন। কোভিড-১৯ কারণে তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে তারা দেশে ফিরবেন।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর গিয়েছিলেন।

Translate »