Type to search

Lead Story সারাদেশ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে মাটিবাহী ট্রলারের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মোমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতদের সবার বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ড ধারণা করছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

মৃত ব্যক্তিরা হলেন— কুমিল্লার মুরাদনগরের মো. আউয়াল মাঝি (৬৫), একই এলাকার মো. মোবারক হোসেন (৫৫), মুরাদনগরের পুকুরিয়া এলাকার আল-আমিন (৩৫), তিতাস উপজেলার মো. নাসির উদ্দিন (৩৫),ও রঘুনাথপুর এলাকার নজরুল (৪০)।

কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো. নাসির উদ্দিন বলেন, বালুভর্তি বাল্কডেহ ও মাটিভর্তি ট্রলারের সাথে সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। আমরা ১জনের মরদেহ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার জনের মরদেহ উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘনকুয়াশার কারণে সকাল ৭টার দিকে বাল্কডেহ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »