Type to search

Lead Story রাজনীতি

চট্টগ্রামে নগর বিএনপির আহবায়ক শাহাদাতসহ গ্রেপ্তার ১৬

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ দলটির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবন এলাকা থেকে সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনিসহ ১৩ জন এবং পাচলাইশ এলাকায় ট্রিটমেন্ট ক্লিনিক থেকে শাহাদাত, তার ব্যক্তিগত সহকারি মারুফ ও পাচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামউদ্দীন এসব তথ্য জানান।

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও হতাহতের প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৩৯ মার্চ) বিকালে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি আয়োজন করে বিএনপি। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ বিএনপির মিছিলে গুলি করলে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ এবং সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন জানিয়েছেন বলে নগর বিএনপির দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজামউদ্দীন জানিয়েছেন।

Translate »