Type to search

Lead Story অপরাধ

চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছেন এক পুলিশ সদস্য। পুলিশ সদস্যের নাম স্বরুপ বড়ুয়া। চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত ছিলেন তিনি। এ ঘটনার পর বরখাস্ত করা হয়েছে তাকে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে নগরের কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামন থেকে তাকে আটক করা হয়। এরপর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাকে নগর গোয়েন্দা পুলিশের অফিসে রাখা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হলে রাতে বিষয়টি প্রকাশ পায়।

শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মো. সোলায়মান জানান, স্বরুপ বড়ুয়া ৫ দিনের ছুটিতে ছিলেন। তাকে আটকের খবর পেয়ে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত চলমান আছে।

নগর পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানতে পারে জেলা পরিষদ মার্কেটের সামনে অস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছেন। পরে অভিযান চালিয়ে স্বরুপ বড়ুয়াকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ সদস্য পরিচয় পাওয়ার পর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে স্বরুপকে নগর গোয়েন্দা পুলিশের অফিসে রাখা হয়।

এ ঘটনায় শনিবার (২৬ ডিসেম্বর) গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। এ মামলায় স্বরুপকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Translate »