Type to search

Lead Story অপরাধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িক্রেতার ২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নিল পুলিশ

জেলা প্রতিনিধিঃ গাজীপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ কিনতে আসা এক ব্যক্তির দুই লাখ ৮০ হাজার টাকা পুলিশের এক এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় সীতাকুণ্ডু থানায় মামলার পর ওই ২ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

তারা হলেন- সীতাকুণ্ডু থানার এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম।

এছাড়া মামলায় পুলিশের ৩ সোর্সকে আসামি করা হয়েছে। তারা হলেন- সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দা মো. রিপন (৩৫), রাজু (২৮) ও মো. হারুন (৩০)।

আর ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মোঃ আবু জাফর (৪৩)। গাজীপুর জেলার গাছা থানার অস্থায়ী বাসিন্দা নজরুল ইসলামের ছেলে তিনি।

সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর পিকআপ কেনার জন্য গাজীপুর থেকে সীতাকুণ্ডে আসেন  ওই ভুক্তভোগী আবু জাফর। পিকআপ কেনার দরদাম না মেলায় বাড়ি ফেরার উদ্দেশে পৌরসভার বাসস্ট্যান্ডে তিনি টিকিট কিনে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করতে থাকেন।

এসময় পুলিশের ৩ সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে।

এক পর্যায়ে তাদের সাথে দেন এসআই সাইফুল আলম ও ওসি ফিরোজ হোসেন মোল্লার বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম। তারা ২ জন নিজেদের ডিবি পরিচয় দেন এবং ভুক্তভোগীর পেটে ইয়াবা রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে হাসপাতালে নিয়ে যান তাকে এক্সরে করাতে।

পরে আবু জাফরের কাছে ইয়াবা না পেয়ে গাড়িতে করে তাকে বিভিন্ন জায়গায় ঘুরানো হয়। এক পর্যায়ে তার কাছে থাকা দুই লাখ ৮০ হাজার কেড়ে নিয়ে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে তাকে ঢাকার একটি গাড়িতে তুলে দেয়া হয়।

কিন্তু ঢাকায় না গিয়ে আবু জাফর সীতাকুণ্ড থানায় এসে বিষয়টি সত্যতা জানান। ঘটনাটি চট্টগ্রাম পুলিশ সুপারও জানতে পেরে ঘটনা তদন্তের জন্য সীতাকুণ্ডু সার্কেলের এডিশিনাল এসপি মো. আশরাফুল করিমকে নির্দেশ দেন।

আশরাফুল করিম তদন্তে ঘটনার সত্যতা পেয়ে এসপিকে অবগত করলে ওই ২ পুলিশ সদস্যকে আটকের নির্দেশ দেন।

এদিকে মামলার পরই অভিযুক্ত ওই ২ পুলিশ সদস্য পালিয়ে যান। এরপর গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) থানায় এসে আত্মসমর্পণ করলে তাদের আটক করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

মামলার অপর ৩ আসামির মধ্যে সোর্স রিপনকে আটক করা হলেও বাকি ২ জনকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডু সার্কেলের এডিশিনাল এসপি মো. আশরাফুল করিম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Translate »