চট্টগ্রামের রাউজানে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার দমদমা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত্যু চারজনের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা এলাকার মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।
রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জানান, ‘বাড়ির পাশে সড়কে বিকট শব্দ শুনে বের হয়ে দেখি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর ২জন ও সড়কের ওপর দুইজনের লাশ পড়ে আছে। পাশে বালুবাহী ট্রাক। সঙ্গে সঙ্গে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করি।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম-থ-১২-৮৫২৮) সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের (চট্টগ্রাম-ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান।
বুধবার ভোর সাড়ে চারটার সময় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, এখনও ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ সম্পন্ন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। গাড়ি ২টি জব্দ করা হয়েছে।