Type to search

Lead Story রাজনীতি

গুম করে, ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে সরকার

বাংলাদেশের গুমের ঘটনাগুলো অবিলম্বে জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান পরিষ্কার করে বলে গেছেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, খুন-গুমের অভিযোগ আছে। তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরাও দাবি করছি, জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের গুম করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এরা এত মিথ্যাচার করে যে, এদের এখন মিথ্যাচারের ওপর একটা নোবেল পুরস্কার দিতে হবে। এই অবস্থার অবসান হওয়া জরুরি।

গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। এছাড়া গুম হওয়াদের কয়েক জনের সন্তান ও পরিবারের সদস্যরা মানববন্ধনে বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, আজ শিশুসন্তানদের আহাজারি শুনতে হচ্ছে, তারা তাদের বাবাদের ফিরে পেতে চায়। ভাইকে ফিরে চায়, মা তার সন্তানকে ফিরে চায়। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে।’

রুহুল কবির রিজভী বলেন, প্রত্যেকটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী, এখন তাদের মুখ থেকেই এ কথা বেরিয়ে আসছে। গুম এবং বিচারবহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। ইলিয়াস আলী কেন হারিয়ে যাবে? চৌধুরী আলম কেন হারিয়ে যাবে? এটা তো পারিবারিক কোনো বিরোধ নয়। বিএনপি সরকারের সাবেক একজন মন্ত্রী, যিনি বারবার এমপি হয়েছেন তাকেও গুম করে বিদেশে পাচার করা হয়েছে। এর সঙ্গে সরকার জড়িত।-ইত্তেফাক

এবিসিবি /এমআই

Translate »